ওকিনাওয়া অতিক্রম করছে গোনি

মৌসুমের ১৫নং তাইফুন গোনি সোমবার সন্ধ্যায় ওকিনাওয়া দ্বীপপুঞ্জে আঘাত হানতে শুরু করে। মঙ্গলবার ভোরে তাইফুনটি ওকিনাওয়া ছাড়িয়ে কিউশু’র উপর চলে আসবে। বিকেলে তা আরো উত্তর-পশ্চিমে সরে গিয়ে জাপানের মূল ভূখন্ড হনশুর একেবারে দক্ষিণাঞ্চল ধরে জাপান সাগরে গিয়ে পড়বে।

তাইফুন কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় ১৮০ কিলোমিটার। তাইফুনে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৫২ কিলোমিটার।

গোনি মঙ্গলবার সন্ধ্যার পর পুরোপুরি জাপান সাগরে অবস্থান করবে।

দক্ষিণ-পশ্চিম জাপানে তাইফুনটির প্রভাবে প্রবল দমকা বাতাস এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিউশু, শিকোকু অঞ্চল সহ হনশু’র হিরোশিমা এবং ওকাইয়ামা অঞ্চল গুলোতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিভাগ সকলকে ভূমিধস, আকস্মিক প্লাবন এবং বজ্রবিদ্যুৎ থেকে সকলকে সতর্ক করে দিয়েছে।

এদিকে অপর তাইফুন আৎসুমি আরো শক্তি হারিয়ে এখন জাপানের সমান্তরাল হয়ে উত্তরমুখী চলেছে। মঙ্গলবার সন্ধ্যে নাগাদ তাইফুনটি আরো উত্তরে সরে যাবে।