জাপানে নিরাপত্তা বিলের প্রতিবাদে অনশন

জাপানে নিরাপত্তা বিলের প্রতিবাদে টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র দেশটির পার্লামেন্ট ভবনের সামনে বিরল অনশন কর্মসূচি পালন করেছে। বিলটি পাস হলে জাপান বিদেশে যুদ্ধে জড়িয়ে পড়বে বলে সমালোচকরা আশঙ্কা করছেন। ছাত্রদের এই অনশনের ফলে প্রধানমন্ত্রী শিনজো আবে সমর্থিত একটি প্রস্তাবিত আইনের ক্রমবর্ধমান বিরোধিতার চিত্রটিই স্পষ্টভাবে ফুটে উঠল।
জাপানের ন্যাশনাল বার অ্যাসোসিয়েশন এই পরিবর্তন বাস্তবায়ন প্রতিরোধে সচেষ্ট হওয়ার মাত্র কয়েক দিন পরই ছাত্ররা এই প্রতিবাদ করল। বিলটি পাস হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জাপানের সৈন্যরা বিদেশে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। বৃহস্পতিবার বিকালে ডায়েট ভবনের সামনে চার ছাত্র অনশন শুরু করে।