টানা ৫ দিন ধরে জাপানের বিস্তীর্ণ এলাকায় দুর্বিসহ গরম

জাপানের রাজধানী টোকিও সহ দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে টানা ৫ দিন ধরে অসহনীয় গরমে জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। জাপানের উত্তর থেকে পশ্চিমাঞ্চল পর্যন্ত গরম ভয়ঙ্কর রূপ ধারন করেছে। ঊর্ধ্বাকাশে শীতল বায়ুর প্রভাবে বায়ুমন্ডলের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে, ফলে কোথাও কোথাও স্থানীয় ভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো গুনমা প্রিফেকচারের তাতেবাইয়াশি’তে ৩৮.৫ ডিগ্রি সেন্টিগ্রেড। ইবারাকি প্রিফেকচারের দাতে শহরে তাপমাত্রা ছিলো ৩৮.৩, গিফু প্রিফেকচারের তাজিমি’তে তাপমাত্রা ছিলো ৩৮ ডিগ্রি, কোচি প্রিফেকচারের শিমানতো নিশিতোসা’তে তাপমাত্রা ছিলো ৩৭.৩ ডিগ্রি। দেশ জুড়ে ৯২৮টি পর্যবেক্ষণ পয়েন্টের ১৭৪টিতে তাপমাত্রা ৩৫ ডিগ্রির বেশি ছিলো।

টোকিও শহরে তাপমাত্রা ছিলো ৩৫.১ ডিগ্রি। ১৮৭৫ সালের পর টানা ৫ দিন ধরে এ রকম দুর্বিসহ গরম থাকার ঘটনা এটিই প্রথম।

দেশের ৮০ শতাংশের বেশি পর্যবেক্ষণ পয়েন্টে তাপমাত্রা ৩০ ডিগ্রির বেশি ছিলো। এমন কি রাতেও ভোর পর্যন্ত প্রচন্ড উত্তাপ বজায় থাকছে। অনেক স্থানে রাতের তাপমাত্রা ২৫ ডিগ্রির নীচে নামছে না।

আবহাওয়া বিভাগ সকলকে শরীরের আর্দ্রতা বজায় রাখতে প্রচুর তরল পান করার উপদেশ দিয়েছে, সাথে হিটস্ট্রোক এড়াতে প্রয়োজন মতো শীততাপ নিয়ন্ত্রন ব্যবস্থাও চালু রাখার পরামর্শ দিয়েছে। বুধবারও তাপমাত্রার তেমন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।