টোকিও ও আশেপাশের অঞ্চলে ভূমিকম্প

শনিবার ভোরে টোকিও ও তার আশেপাশের অঞ্চলে ভূমিকম্প হয়েছে।

জাপানের আবহাওয়া বিভাগ বলেছে ভূমিকম্পের তীব্রতা ছিলো ৫.৩। শনিবার স্থানীয় সময় ভোর ৫টা ৪৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো টোকিও বে’র ৭০ কিলোমিটার গভীরে।

০ থেকে ৭ মাত্রার জাপানি ভূমিকম্প স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিলো ৫ মাইনাস। চফু শহরে এই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। টোকিও, সাইতামা, চিবা ও কানাগাওয়া’তে জাপানি স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্প থেকে কোনো সুনামির সম্ভাবনা নেই বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে।