নারিতা, হানেদা এবং কানসাই বিমানবন্দরে বসছে পূর্ণ শরীর স্ক্যানার

জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় ২০২০ টোকিও অলিম্পিকের প্রস্তুতিকল্পে এ বছরের অক্টোবর থেকেই বিমানবন্দর গুলোতে পূর্ণ শরীর স্ক্যানার স্থাপন করবে।

মন্ত্রণালয় বলেছে প্রাথমিক ভাবে নারিতা, হানেদা এবং কানসাই বিমানবন্দরে স্ক্যানার গুলো বসানো হবে। ২০২০ সালের মধ্যেই দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানার বসানোর কাজ সম্পন্ন হবে।

পৃথিবীর বিভিন্ন দেশের বিমানবন্দর গুলোতে এ ধরনের স্ক্যানার রয়েছে, ফলে যাত্রীরা যদি অস্ত্র বা অন্য কিছু লুকিয়ে তাদের কাপড়ের মধ্যে বহন করেন নিরাপত্তারক্ষীরা তা চিহ্নিত করতে সক্ষম হবেন।

উল্লেখ্য আগেই জাপানের বিমানবন্দর গুলোতে এ ধরণের স্ক্যানার বসানোর পরিকল্পনা নেয়া হয়েছিলো। ২০১০ সালে এক দফা বসানোর উদ্যোগ নেয়া হলে তা ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্নে নানান বিতর্কের জন্ম দেয়। কারণ স্ক্যানারের মাধ্যমে মানবদেহের আকার গুলো স্পষ্টই দৃশ্যমান হচ্ছিলো। তবে নতুন স্ক্যানারে শরীরের আকার সে ভাবে প্রদর্শিত হবে না।