নিরাপত্তা বিলের প্রতিবাদে জাপান জুড়ে বিক্ষোভ

গত রোববার জাপানের ২০০টিরও বেশি স্থানে ছাত্র সহ সাধারণ প্রতিবাদকারীরা বিতর্কিত নিরাপত্তা আইন বাতিলের দাবি করে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী শিনজো আবে’র গৃহীত এই পদক্ষেপ বহির্বিশ্বে জাপানের সামরিক ভূমিকাকে জোরালো করে তুলবে।

সবচেয়ে বড় সমাবেশের একটি টোকিও’র ডায়েট ভবনের সামনে অনুষ্ঠিত হয়। প্রায় ১ লক্ষ ২০ হাজার বিক্ষোভকারী এতে অংশ নেন বলে আয়োজকরা জানান। বিরোধী দল গুলোর কোনো কোনো নেতাও এতে অংশ নেন, যেমন ডেমোক্র্যাটিক পার্টি অফ জাপান’র কাৎসুইয়া ওকাদা এবং জাপান কমিউনিস্ট পার্টির কাজুও শিই।

আবে সরকারকে বিলটি বাতিল করার আহ্বান জানাবেন বলে বিরোধী নেতারা সমাবেশে অঙ্গীকার ব্যক্ত করেন। ডিপিজে প্রধান ওকাদা “আবে প্রশাসনকে সাধারণ নাগরিকদের সংকটের অনুভূতি এবং তাদের রাগান্বিত হওয়ার কারণ বুঝতে হবে”।