বুধবার মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করছে জাপানি রকেট

জাপানের মহাকাশ সংস্থা জানিয়েছে নভোযান কোউনোতোরি-৫ বুধবার উৎক্ষেপণের প্রস্তুতি নেয়া হচ্ছে।

মানুষবিহীন মালবাহী যানটি ৫ টন সরবরাহ নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবী পৃষ্ঠের ৪০০ কিলোমিটার উপর দিয়ে প্রদক্ষিণ করছে। সরবরাহের মধ্যে রয়েছে খাবার ও বিভিন্ন ধরনের পরীক্ষার সরঞ্জাম।

আবহাওয়ার কারণে এ সপ্তাহে উৎক্ষেপণ পরিকল্পনা দু’দফা বাতিল করা হয়।

জাপান অ‌্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি -জেএএক্সএ এবং মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ এখন নতুন করে উৎক্ষেপণের সময় বুধবার রাত ৮টা ৫০ মিনিট ৪৯ সেকেন্ড ধার্য্য করেছে।

গত অক্টোবর থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সামান্য পরিমাণে সরবরাহ পেয়েছে কারণ এই সময়ের মধ্যে মার্কিন ও রাশিয়ান মালবাহী নভোযান গুলো ক্রমগত সমস্যার মুখে পড়েছে।

সরবরাহ গুলোর মধ্যে কোউনোতোরি-৫ এমন কিছু আইটেম নিয়ে যাচ্ছে যেগুলো মার্কিন নভোযানের নেয়ার কথা ছিলো।