৪৪% আবে’র বক্তব্যকে সমর্থন করেছেনঃ মন্ত্রীসভার প্রতি জনসমর্থন বৃদ্ধি

জাপানের ৪৪.২ শতাংশ ভোটার এক জরিপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৭০তম বার্ষিকীতে প্রধানমন্ত্রী শিনজো আবে’র বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন। কিয়োদো নিউজ পরিচালিত এক জরিপে এ কথা জানা যায়।

গত শুক্র ও শনিবার টেলিফোনে পরিচালিত জরিপে ৩৭ শতাংশ ভোটার বলেছেন তারা এটাকে ইতিবাচক মনে করছেন না।

বিদেশে জাপানের সেলফ ডিফেন্স ফোর্সের কর্ম পরিসর বৃদ্ধিকে অনুমোদন করা বিতর্কিত জাতীয় নিরাপত্তা বিল সম্পর্কে ৬২.৪ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা চলতি ডায়েট সেশনেই বিলটির অনুমোদন পাওয়াকে সমর্থন করতে পারছেন না অপর দিকে ২৯.২ শতাংশ বিলটির সপক্ষে তাদের মতামত দিয়েছেন।