‘বিশ্বের সংবাদ’

এবছর সৌদিতে উট কোরবানি নিষিদ্ধ

সৌদি আরব এ বছরের হজের সময় উট কোরবানি নিষিদ্ধ করেছে। মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছু লোক মারা যাওয়ার প্রেক্ষিতে শুক্রবার এই ঘোষণা দেয়া হয়। এই ভাইরাস বিস্তারের সঙ্গে উটের সম্পর্ক রয়েছে। খবর- এএফপির। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটির এক বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, পবিত্র মক্কা ও মদিনা নগরীতে এবছর উট কোরবানি করতে দেয়া হবে না। শুধু ভেড়া ও গরু জবাইয়ের অনুমতি রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসলিম হজ পালন করতে মক্কা শরীরে আসতে শুরু করেছেন। আগামী ২১ সেপ্টেম্বর হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। কমিটি জানায়, ‘প্রাণঘাতী ভাইরাসটির কারণে জরুরি পদক্ষেপ হিসেবে ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি পবিত্র স্থানগুলোতে উট কোরবানি না দেয়ার নির্দেশ দিয়েছে।’ হজ পালনের অংশ হিসেবে হাজিরা পশু জবাই করে অভাবীদের মাঝে মাংস বিতরণ করেন। বিশ্বের ২০টির বেশি দেশে মার্স ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে সৌদি আরব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, নতুন করে তিন জনের দেহে মার্স ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এই নিয়ে ২০১২ সালে দেশটিতে মার্স ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে ১ হাজার ২৩১ জনের দেহে রোগটির সংক্রমণ ঘটল।

আপনার শরীরের সত্যিকারের বয়স কত?

বিজ্ঞানীরা নতুন একটি পরীক্ষা পদ্ধতি আবিষ্কার করেছেন যেটা একজন ব্যক্তির শরীরের জৈবিক বয়স বাড়ার হার নির্ণয় করবে। অর্থাৎ এই পরীক্ষণ পদ্ধতি দেখাবে জরা আপনাকে কত দ্রুত গ্রাস করছে। বিজ্ঞানীরা বলছেন, জন্মদিন জানার চাইতে জৈবিক বয়স জানা থাকাটা বেশী কার্যকর। এই পরীক্ষণে মূলত রক্তে, মস্তিষ্কে এবং পেশী তন্তুতে থাকা একশ’রও বেশী জিনের আচরণ পর্যবেক্ষণ করা হবে যা পরবর্তীতে জৈবিক বয়স নির্ণয় করতে ব্যবহার করা হবে। বিজ্ঞানীরা ৬৫ বছর বয়স্ক স্বাস্থ্যবান মানুষদের সাথে অপেক্ষাকৃত তরুণদের মধ্যেকার টিস্যু নমুনার মধ্যেকার পার্থক্য নিরূপণ করে স্বাস্থ্যকর বয়স বৃদ্ধির একটি ফর্মুলা তৈরি করেছেন। তারা বলছেন, কোন কোন ক্ষেত্রে মানুষের শরীরের বয়স তার মূল বয়সের চাইতে পনের বছর বেশী হয়ে থাকে।

শক্তি প্রদর্শনে বিশ্বকে চমকে দিল চীন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক অবসান হয়েছিল ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসের ২ তারিখে জাপানে আত্মসমর্পণের মাধ্যমে। সেই ঐতিহাসিক ক্ষণের ৭০ বছর পূর্তির দিনে সামরিক শোভাযাত্রায় নিজের সামরিক শক্তি প্রদর্শন করে বিশ্বকে চমকে দিয়েছে চীন।  চীনের বিখ্যাত তিয়ান আনমেন স্কোয়ারে ঐতিহাসিক এই সামরিক শোভাযাত্রায় অংশ নিয়েছিলো ১২ হাজার সৈন্য ও ২০০ টি বিমান। এই শোভাযাত্রায় অসংখ্য ট্যাংক ও মিসাইল প্রদর্শন করা হয়। বিশেষ করে বড় সামরিক জাহাজ ধ্বংসকারী ডংফেং ২১-ডি বিশেষ ভাবে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। উল্লেখ্য, শোভাযাত্রায় প্রদর্শিত ৮০ শতাংশ অস্ত্র প্রথম বারের মতো জনসম্মুখে দেখানো হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই শোভাযাত্রা দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াকু চীনের মানুষদেরকে উৎসর্গ করেছেন। সামরিক সক্ষমতা প্রদর্শনের দিনে তিনি জানিয়েছেন চীনা সেনাবাহিনী আর নিজের ক্ষমতা বাড়াবে না বরং ৩ লাখ সেনা কমাবে। চীনের এই ঐতিহাসিক প্যারেডে ত্রিশটি দেশের প্রতিনিধিরা ছিলেন।  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জাতিসংঘের সভাপতি বান কি মুন ও উপস্থিত ছিলেন । তবে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সহ অনেক পশ্চিমা দেশের প্রধান আমন্ত্রণ রক্ষা করেননি। এদিকে চীনের শোভাযাত্রার দিনের কিছু আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে আলাস্কার বেরিং সাগরে প্রথমবারের মতো পাঁচটি যুদ্ধ জাহাজ দেখা গেছে।

ব্রেনকে রাখুন সুস্থ

মানব শরীরের চালিকা শক্তি ব্রেন। সেই ব্রেন সুস্থ না থাকলে বন্ধ হয়ে যাবে আপনার সকল কাজ। তাই আপনার ব্রেনের চাহিদা সম্পর্কে এবার মনোযোগ দিন। আপনার ব্রেনকে সুস্থ-স্বাভাবিক গতিতে চালানোর জন্য কিছু টিপস দিয়েছেন বিবিসি’র ফিচার বিভাগের লেখক ডেভিট রবসন। ইত্তেফাকের পাঠকদের জন্য তুলে ধরা হলে তার সেই পরামর্শের অনুবাদ: আপনার ব্রেনের যোগ্যতা নিয়ে কখনই হতাশ হবেন না অনেক সময় নিজেদের দক্ষতা সম্পর্কে হতাশায় ভুগী আমরা। কিন্তু বিষয়টা মোটেও পছন্দ করে না আমাদের ব্রেন। সে সর্বদা আত্মবিশ্বাসী থাকতে পছন্দ করে। তাই যত বড় সমস্যাতেই থাকুন, কখনই নিজের উপর বিশ্বাস হারাবেন না। কারণ আপনার ব্রেন সমস্যা থেকে উত্তরণের জন্য সর্বদা আপনাকে সাহায্য করবে। নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ডায়না টরন তার এক গবেষণায় দেখিয়েছেন, বয়স হবার সঙ্গে সঙ্গে নিজ ব্রেনের স্মরণশক্তি সম্পর্কে আত্মবিশ্বাস হারাতে থাকে মানুষ। ফলে ব্রেনও আর মনে রাখারা প্রয়েজন মনে করে না অনেক কিছু! তাই আপনার ব্রেনের উপর ভরসা রাখুন। আপনার শ্রবণ ইন্দ্রিয়কে রক্ষা করুন ব্রেন কখনই একা থাকতে পছন্দ করে না। সে সর্বদা তার সঙ্গীদের সহায্য নিয়ে চলে। আর ব্রেনের সঙ্গীরা হলো আপনার ইন্দ্রিয়। তাই কখনই ইন্দ্রিয়দেরকে ব্রেন থেকে পৃথক করবেন না। আর আপনার ব্রেনের সবচাইতে পছন্দের সঙ্গী আপনার শ্রবণ ইন্দ্রিয়। তাই সর্বদা শ্রবণ ইন্দ্রিয়ের বিশেষ যত্ন নিন। এই ইন্দ্রিয়ের দক্ষতার সঙ্গে জড়িত আপনার ব্রেনের দক্ষতা। গবেষণায় দেখা গেছে, শ্রবণ শক্তি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের জ্ঞান ও অনুধাবনের ক্ষমতা হ্রাস পায়। ভীন্ন ভাষা বা কোন বাদ্যযন্ত্র বাজানো শিখুন আপনার ব্রেনকে কখনই অলস রাখবেন না। বরং ব্রেনকে ব্যস্ত রাখতে নতুন ভাষা বা বাদ্যযন্ত্র বাজানো শিখুন। এতে বৃদ্ধি পাবে ব্রেনের কর্মক্ষমতা। গবেষণায় দেখা গেছে আমরা আমাদের অনুধাবন ও ইন্দ্রিয়গুলোকে সবচাইতে বেশি ব্যবহার করি নতুন ভাষা বা বাদ্যযন্ত্র শেখার সময়। আর সে কারণেই আপনার ব্রেন হয়ে ওঠে দক্ষ এবং তড়িৎ কার্যক্ষম। জাঙ্ক ফুড এড়িয়ে চলুন আপনার ব্রেনের জন্য সবচাইতে বড় ক্ষতির কারণ হতে পারে স্থূলতা। তাই সর্বদা এড়িয়ে চলুন জাঙ্ক ফুড। ব্যস্ত জীবনযাপনের কারণে বর্তমানে আমরা অনেকেই নির্ভর হয়ে যাচ্ছি ফাস্টফুডের ওপর। সেই সঙ্গে অফিসের কলিগ বা বন্ধু-বান্ধবের সঙ্গ ঘরের বাইরে খাবার খেতে গেলে বেছে নিচ্ছি মোরগ পোলাও, তেহরি বা পিৎজা। সেই সঙ্গে রয়েছে আমাদের গ্যাজেটের (মোবাইল-ল্যাপটপ) আসক্তি। ফলে আমরা হয়ে যাচ্ছি স্থূলাকার। কিন্তু আমাদের রক্তনালীতে এমন চর্বি জমা হয়ে রক্তপ্রবাহ কমিয়ে দেয়। ফলে ব্রেনভোগে তার পর্যাপ্ত নিউট্রেশন ও অক্সিজেনের অভাবে। মূলত সে কারণেই স্থূলাকার মানুষ অল্প কাজ করেই হাপিয়ে যান। তাই নিজের দেহ এবং ব্রেনের সুস্থতার জন্য ত্যাগ করুন জাঙ্ক ফুড খাবার অভ্যাস। নিজের দেহ গঠনে মনোযোগ দিন দেহ ছাড়া ব্রেন এবং ব্রেন ছাড়া দেহ। এরা একজন আরেকজনকে ছাড়া অসহায়। তাই ব্রেনকে সুস্থ রাখতে অবশ্যই মনোযোগ দিন আপনার দেহ গঠনে। নিয়মিত […]

টিপি-লিংক ও গুগলের যৌথ উদ্ভাবন ওয়াই-ফাই নেটওয়ার্কের জন্য নতুন যুগের রাউটার ‘অনহাব’

বর্তমান সময়ের তারহীন যোগাযোগ ব্যবস্থায় অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহূত প্রযুক্তির নাম ওয়াই-ফাই। এই ওয়াই-ফাইকে আরও বেশি দ্রুত ও সুরক্ষিত করতে এবং এর ব্যবহারকে আরও বেশি সহজ করতে যৌথ উদ্যোগে কাজ শুরু করে নেটওয়ার্কিং পণ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড টিপি-লিংক এবং অনলাইন জায়ান্ট গুগল। তাদের যৌথ উদ্যোগেই তৈরি হয়েছে নতুন যুগের রাউটার ‘অনহাব’। বর্তমান সময়ে ব্যবহূত ওয়াই-ফাই রাউটারগুলো যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তার সবগুলো নিয়েই কাজ করা হয়েছে অনহাবে।  যেমন—এতে খুব কম পরিমাণ তার ব্যবহার করা হয়েছে এবং এতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ নতুন ধরনের একটি অ্যান্টেনা যা খোলা জায়গাতেও খুব ভালো পারফর্ম্যান্স প্রদান করতে সক্ষম। এর অ্যান্টেনাটি এর স্মার্ট সফটওয়্যারের সাথে সমন্বিত হয়ে ওয়াই-ফাই সিগন্যালকে সবসময়ই বাড়তি রাখবে। ওয়্যারলেস নেটওয়ার্কিংয়ে টিপি-লিংকের দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার ফলাফল হিসেবে অনহাবে অনন্য সার্কুলার অ্যান্টেনার সাথে ব্যবহার করা হয়েছে আরও ১৩টি বিল্ট-ইন হিডেন অ্যান্টেনা যেগুলো নেটওয়ার্কের ইন্টারফেয়ারেন্স কমিয়ে দিয়ে নেটওয়ার্কের সংযোগকে অপটিমাইজ রাখে। ওয়াই-ফাইয়ের ব্যবহারকে সহজ করে তুলতে অনহাবের জন্য রয়েছে গুগলের অন মোবাইল অ্যাপ। এই অ্যাপ দিয়ে সহজেই নেটওয়ার্ক সেটআপ এবং ব্যবস্থাপনার কাজগুলো করা যায়। সেটআপের সময় অনহাব নিজে থেকেই সর্বোচ্চ পারফর্ম্যান্স প্রদানের জন্য সেটিংস নির্ধারণ করে নেয়। পরবর্তী সময়ে কোনো বিষয়ে পরিবর্তন এলে সেই অনুযায়ীও অনহাব নিজে থেকেই সেটিংস বদলে নিতে পারে। অনহাবের পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবেই নতুন নতুন ফিচার এবং সিকিউরিটি আপডেট ইনস্টল করা হয়ে থাকে। ফলে সময়ের সাথে এর পারফর্ম্যান্স বাড়তে থাকে। তাছাড়া এটি ব্লুটুথ স্মার্ট, উইভ, ৮০২.১৫.৪ প্রভৃতি সংযোগ প্রোটোকল সমর্থন করে বলে নানা ধরনের স্মার্ট ডিভাইসকেও অনলাইনে সংযুক্ত রাখা যাবে অনহাব ব্যবহার করে। নতুন এই রাউটার প্রসঙ্গে গুগলের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার ট্রন্ড উয়েলনার বলেন, ‘টিপি-লিংকের সাথে কাজ করার মাধ্যমে অনহাব ডিজাইন করতে গিয়ে হার্ডওয়্যার ও সফটওয়্যারে টিপি-লিংকের অভিজ্ঞতা ও দক্ষতার ব্যবহার করা হয়েছে। এতে করে দ্রুত সংযোগ, সহজ ওয়াই-ফাই ব্যবস্থাপনা ও সময়ের সাথে উন্নততর সেবা পাওয়ার জন্য নতুন যুগের অনহাব রাউটার তৈরি সম্ভব হয়েছে।’ নীল ও কালো রঙে তৈরি ২০০ ডলার মূল্যের এই রাউটারটি এরই মধ্যে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হয়েছে গুগল স্টোর, টিপি-লিংক স্টোর, অ্যামাজন, ফ্রাইস ডটকম, নিউএগ এবং ওয়ালমার্টে। বাংলাদেশের টিপি-লিংক পণ্যের একমাত্র পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা জানান, চলতি বছরের শেষ নাগাদ এই রাউটারটি বাংলাদেশের বাজারেও পাওয়া যাবে।

এমপি পদ নিয়ে বিতর্ক পদত্যাগের ঘোষণা লতিফ সিদ্দিকীর

দল থেকে নিজেকে বহিষ্কারের সিদ্ধান্তকে অবৈধ দাবি করলেও নিজের সংসদ সদস্য পদের ব্যাপারে দলের কাছেই সিদ্ধান্ত চান বিতর্কিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি জাতীয় সংসদের স্পিকারের নিকট পদত্যাগ করে চলমান বিতর্কের অবসান ঘটাবেন দাবি করেন। এতে ইসির আয়োজিত ওই শুনানির আর প্রয়োজন পড়বে না বলেও জানান। গতকাল নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত শুনানিতে অংশ নিয়ে শুনানি মুলতাবির আবেদন করে ইসিকে এ তথ্য জানিয়েছেন। তাকে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে ইসি আগামী ২ সপ্তাহের সময় দিয়েছেন। তবে ইসিতে বিচারধীন থাকায় স্পিকারের নিকট তিনি পদত্যাগ করতে পারেন কি না এ নিয়েও আলোচনায় এসেছে। তা ছাড়া চলমান বিতর্কের মধ্যে স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করবেন কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। লিখিত জবাবের মতোই শুনানিতেও দল থেকে বহিষ্কারের কারণে সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানান আওয়ামী লীগ।গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে বেলা ১১টায় শুনানি শুরু হয়। ইসির পূর্ব নির্ধারিত শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন, নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ এবং ইসি সচিব মো. সিরাজুল ইসলাম ও আইন শাখার যুগ্ম সচিব মো. শাহজাহানের উপস্থিতিতে শুনানি শুরু হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নিজে শুনানিতে না এলেও তার প্রতিনিধিত্ব করেন দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সহ সম্পাদক অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউছার ও সাইফুদ্দিন খালেদ।শুনানির শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য দিতে তার প্রতিনিধিদের বলেন। সে সময় লতিফ সিদ্দিকী দাঁড়িয়ে আগে বক্তব্য দেয়ার অনুমতি চান। এরপর অনুমতি পেয়েই তিনি কমিশনকে বলেন, আমি এখান থেকে বের হয়ে গিয়েই পদত্যাগ করবো। এ নিয়ে বিতর্কের কিছু নেই। শুনানিরও প্রয়োজন নেই। তার বক্তব্য শুনে কমিশন দুই সপ্তাহ পর শুনানির রায় দেয়ার ঘোষণা দেন।শুনানিতে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি সাচ্চা মুসলমান, আমি জন আস্থায় বিশ্বাস করি। জনতার আদালতে আমি গিয়েছি। আমি সংসদ সদস্য। আইনগতভাবে ও সাংবিধানিকভাবে সংবিধানের ৬৬ (৪) ধারা অনুযায়ী আমার বিষয়ে স্পিকারের সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় আমাকে হাইকোর্ট-সুপ্রিম কোর্টে যেতে হয়েছে।নিজের অবস্থান তুলে ধরতে গিয়ে লতিফ বলেন, এর আগে ‘বহুবার’ দল থেকে বহিষ্কৃত হলেও এমন শুনানিতে তাকে আগে কখনো আসতে হয়নি। দল থেকে আমি বহিষ্কৃত হয়েছি। বহুভাবে বহুবার বহিষ্কার হয়েছি। এভাবে আর কখনো হয়নি। প্রধান নির্বাচন কমিশনার, আমি আনন্দের সঙ্গে, নির্লিপ্তভাবে ঘোষণা করছি, আমি টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করব। এটা আমার ঘোষণা, আমার সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের এ শুনানির আর দরকার নেই। পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে শুনানির মুলতবির আবেদন করে ইংরেজিতে লেখা একটি চিঠিও নির্বাচন কমিশনে জমা দেন লতিফ সিদ্দিকী।  পরে আওয়ামী লীগের সাধারণ […]

ইউরোপের সর্বোচ্চ পর্বতে বাংলাদেশি শাহরিয়ার

ইউরোপের সর্বোচ্চ পর্বতের চূড়ায় উঠলেন বাংলাদেশি আরোহী কাজী শাহরিয়ার রহমান ওরফে সুজন। রাশিয়ায় অবস্থিত ইউরোপের সর্বোচ্চ ৫৬৪২ মিটার অথবা ১৮৫১০ ফুট পর্বত এলব্রুস আরোহণ করেন তিনি। প্রথম বাংলাদেশি-আমেরিকান এবং পঞ্চম বাংলাদেশি হিসেবে এলব্রুস বিজয় করেন শাহরিয়ার। তিনি ও তার দল অত্যন্ত বিরূপ আবহাওয়ার মধ্যে এই ক্লাইম্ব সম্পন্ন করেন। শাহরিয়ার প্রায় ১০ মিনিট সামিটে অবস্থান করেন এবং বাংলাদেশ ও আমেরিকার পতাকা উড়ান। এই এক্সপেডিশানে সহায়তা করেন রাশিয়ান মাউন্টেরিয়ারিং কোম্পানি সেভেন সাম্মিটস ক্লাব এবং সেভেন সাম্মিটস ক্লাবের অভিজ্ঞ মাউন্টেন গাইড ভ্লাদিমির কোটল্যার। পর্বতারোহণ শাহরিয়ারের নেশা। ইতোপূর্বে তিনি আফ্রিকার কিলিমাঞ্জারো, আমেরিকার রেইনিয়ার, শাস্তা, গ্রেয়স পিক, টরেয়স পিক, বিয়ারসডাত, লংস পীক, হাফ ডোম, হুইটনি এবং মেক্সিকোর লা মালিনছে, পিকো দে ওরিজাবা পর্বতারোহণ করেছেন। পেশাগত জীবনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শাহরিয়ার ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ক্যাডেন্স ডিজাইন সিস্টেমস-এ কর্মরত। তিনি কানাডা প্রবাসী কবি ইকবাল হাসানের মেয়ের জামাই।

হিমালয়ের চূড়ায় চট্টগ্রামের চার তরুণ

হিমালয়ের ২০ হাজার ফুট উচ্চতার একটি পর্বত জয় করেছেন চট্টগ্রামের চার তরুণ। এরা হলেন দেবাশিষ বল, সিহাবউদ্দিন রিয়াদ, সাখাওয়াত হোসেন ইসতি ও রাশিক হাফিজ। উদ্যমী এই তরুণ দল চট্টগ্রামে ভার্টিক্যাল ড্রিমার্স নামে পর্বতারোহীদের একটি ক্লাবের সদস্য। গত ২৯ জুলাই সকাল ৯টা ৪০ মিনিটে হিমালয়ের ২০ হাজার ফুট উচ্চতায় মাউন্ট চেমায় বাংলাদেশের পতাকা ওড়ান এই চার অভিযাত্রী। ওই পর্বতচূড়ায় কোনো বাংলাদেশির এটাই প্রথম আরোহণ, এমনটাই দাবি করেছেন দলনেতা দেবাশিষ বল। পর্বত অভিযানের জন্য জুলাই মাসের মাঝামাঝি ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাবের সদস্যরা বাংলাদেশ থেকে রওয়ানা দেন। ভারতের হিমাচল প্রদেশের পর্বতাঞ্চলে পৌঁছে ৪ দিনের ট্রেকিংশেষে দলটি ৪ হাজার ৯০০ মিটার উচ্চতায়  বেস ক্যাম্প স্থাপন করে। বেস ক্যাম্পে কয়েকদিনের অভিযোজন প্রক্রিয়া বা অধিক উচ্চতার সাথে খাপ খাইয়ে নেয়ার প্রক্রিয়াশেষে দলটি পর্বতের ওপরের দিকে রওয়ানা দেয়। অভিযাত্রীরা ক্রমান্বয়ে ক্যাম্প ওয়ান ও ক্যাম্প টু স্থাপন করে। জুলাইয়ের ২৯ তারিখ সকাল ৯টা ৪০ মিনিটে তারা চূড়ায় আরোহণ করেন। মাউন্ট চেমার ২০ হাজার ২৪ ফুট উচ্চতার চূড়ায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা তুলে ধরেন চার তরুণ পর্বতারোহী।  ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাবের সদস্যরা ইতিমধ্যে হিমালয় পর্বতমালায় তিনটি অভিযান পরিচালনা করেছেন। তবে এটিই তাদের প্রথম বড় সাফল্য। দেবাশিষ বল বলেন, চট্টগ্রাম পাহাড় বেষ্টিত জেলা হলেও এখানকার তরুণদের মাউন্টেনিয়ারিং বিষয়ে আগ্রহ তেমন একটা নেই। একে জনপ্রিয় করতে হলে সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন।

সাইবার অপরাধ দমনে ইউরোপোলের সাথে ফায়ারআই

আগে থেকেই সাইবার অপরাধ শনাক্ত করার মাধ্যমে সাইবার অপরাধ দমন করে ইউরোপের অধিবাসীকে সাইবার অপরাধের থাবা থেকে মুক্ত রাখার প্রত্যয় নিয়ে একযোগে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে ইউরোপিয় আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল এবং সাইবার ফরেনসিক প্রতিষ্ঠান ফায়ারআই। গতকাল এই বিষয়ে ইউরোপোলের ইউরোপিয়ান সাইবারক্রাইম সেন্টার (ইসিথ্রি) এবং ফায়ারআইয়ের মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছে উভয় প্রতিষ্ঠান। এই সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান সাইবার অপরাধ বিষয়ে নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা নিজেদের মধ্যে শেয়ার করবে। পাশাপাশি সাইবার অপরাধকে আগে থেকেই শনাক্ত করার ব্যবস্থাও গ্রহণ করবে তারা। তাছাড়া সাইবার অপরাধের চলমান প্রবণতাগুলোকেও একযোগে বিশ্লেষণ করবে এই দুই প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে ইউরোপোলের ডেপুটি ডিরেক্টর অব অপারেশন উইল ফন গেমার্ট জানান, সাইবার অপরাধের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তথ্যপ্রযুক্তি শিল্পের বিশেষজ্ঞ প্রতিষ্ঠানগুলোর সাথে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে। তিনি জানান, আইন প্রয়োগকারী সংস্থাগুলোতে সাইবার অপরাধ বিষয়ক দক্ষ ও বিশেষজ্ঞ ব্যক্তির অভাব রয়েছে। এ ক্ষেত্রে সাইবার অপরাধ বিষয়ক বিশেষজ্ঞ প্রতিষ্ঠানগুলোর দক্ষ জনবলকে কাজে লাগানোই হতে পারে উপযুক্ত সমাধান। এ কারণেই ফায়ারআইয়ের সাথে যৌথভাবে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে ইউরোপোল। তিনি জানান, ইসিথ্রির মূল ফোকাসের জায়গায় থাকবে বিভিন্ন সংগঠিত দল ও গোষ্ঠী পরিচালিত বিভিন্ন সাইবার অপরাধ, নানা ধরনের অনলাইন প্রতারণা, শিশু পর্নোগ্রাফির মতো অনলাইন অপরাধ, ব্যক্তিগত কম্পিউটার থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যবহূত কম্পিউটারের তথ্য হাতিয়ে নেওয়ার উপযোগী সাইবার অপরাধ প্রভৃতি। এসকল সাইবার অপরাধ শনাক্ত করে এন্টারপ্রাইজ পর্যায় পর্যন্ত রিয়েল-টাইমে সাইবার সুরক্ষা প্রদানের সেবা প্রদান করবে ফায়ারআই। অন্যভাবে বিবেচনা করলে, সাইবার অপরাধ এবং অপরাধীদের শনাক্ত করার কারিগরি দিকগুলো নিয়ে ফায়ারআই কাজ করবে আর সাইবার অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার দায়িত্ব পালন করবে ইউরোপোল। এ প্রসঙ্গে ফায়ারআইয়ের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের প্রেসিডেন্ট রিচার্ড টার্নার জানান, সাইবার অপরাধের চিত্র প্রতিনিয়তই বদলে যাচ্ছে। এতে করে সাইবার অপরাধীদের ঠেকানোর জন্য এর সুরক্ষায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে এক ধাপ এগিয়ে থাকতে হয় সবসময়। ইউরোপোলের সাথে কাজ করার সুযোগ তৈরি হওয়ায় এখন ফায়ারআই যেকোনো ধরনের সাইবার আক্রমণের ক্ষেত্রে তাত্ক্ষণিক সেবা প্রদানে সচেষ্ট থাকবে বলে জানান তিনি।

দীর্ঘদিন এন্টাসিড জাতীয় ওষুধ সেবন নয়

দীর্ঘদিন ধরে এন্টাসিড জাতীয় ওষুধ সেবন করলে ভিটামিন বি১২-এর অভাবজনিত সমস্যা হতে পারে। এসব স্বাস্থ্য সমস্যার মধ্যে থাকে রক্তশূন্যতা, স্নায়ুর সমস্যা এবং স্মৃতিভোলা সমস্যা বা ডিমেনশিয়া ইত্যাদি। আর যে সব এন্টাসিড জাতীয় ওষুধে এ ধরনের সমস্যা হয় তন্মধ্যে রয়েছে প্রটন-পাম্প-ইনহিবিটসর অথবা পিপিআই এবং হিস্টামিন-২ রিসিপ্টর এন্টাগনিস্ট (প্রিভাসিড, প্রিলোসেক, নেক্সাম)।   দ্য জার্নাল অব দ্য আমেরিকান মেডিক্যাল এসোসিয়েশন এ তথ্য প্রকাশ করেছে। তবে বিশেষজ্ঞগণ বলছেন, এন্টাসিড জাতীয় ওষুধ দু’বছর অথবা এর চেয়ে বেশি সময় ধরে সেবন করলে ভিটামিন বি১২-এর অভাব জনিত সমস্যা হতে পারে।   গবেষকগণ বলছেন, পিপিআই (এন্টাসিড) সেবনে ভিটামিন বি১২ অভাব স্বাভাবিকের চেয়ে শতকরা ৬৫ ভাগ বেশি হয়। এই নতুন গবেষণা রিপোর্টের আলোকে বিশেষজ্ঞগণ রোগীদের দীর্ঘ মেয়াদী এন্টাসিড-এর ব্যবস্থাপত্র দিতে সতর্ক হবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া চিকিত্সকের পরামর্শ ব্যতীত দীর্ঘ দিন ধরে এন্টাসিড জাতীয় ওষুধ সেবন করা উচিত নয় বলেও অভিমত দিয়েছেন গবেষকগণ।