Archive for July 31st, 2015

মহাসমুদ্রে বিলীন হবে ওয়াশিংটন ডিসি!

মহাসমুদ্রে বিলীন হয়ে যাবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। সম্প্রতি ইউনিভার্সিটি অব ভারমন্ট এবং ইউএস জিওলজিক্যাল সার্ভের পরিচালিত এক নতুন গবেষণার ফলাফলে এ দাবি করা হয়েছে। বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গবেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের রাজধানীসহ চেসাপিক বে অঞ্চলের ভূমি দ্রুতই ডুবে যাচ্ছে। উষ্ণ জলবায়ুর কারণে চেসাপিক বে’র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে। তারা বলছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির এই হার ইস্ট কোস্টের যে কোনো অঞ্চলের থেকে অনেক বেশি। এ হারে পানি বাড়তে থাকলে আগামী ১০০ বছরে ওাশিংটন ডিসি ৬ ইঞ্চি বার তার চেয়ে পানির নিচে তলিয়ে যাবে। অধিক হারে বরফ গলার কারণে পানির উচ্চতা বাড়ছে। বিজ্ঞানীরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে বৈশ্বিক উষ্ণতার কারণে ক্ষতিগ্রস্ত ওই অঞ্চলে বন্যা বাড়বে। ইউনিভার্সিটি অব ভারমন্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে গবেষণা পরিচালনাকারীদের প্রধান বেন ডে জং বলেন, জলবায়ু পরিবর্তনের এই প্রভাব ঠেকাতে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। বিশ্বের এই অঞ্চলে ছয় ইঞ্চি পানি বৃদ্ধি প্রকৃতপক্ষেই একটি বড় উদ্বেগের বিষয়।

জাপানি মহিলারা বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী

দীর্ঘতম গড় আয়ুর ক্ষেত্রে জাপানের নারীরা তৃতীয় বছরের মতো বিশ্বের শীর্ষস্থানে অবস্থান করছেন। আয়ুর ক্ষেত্রে জাপানের পুরুষরা বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছেন। জাপানে স্বাস্থ্য, শ্রম এবং ওয়েলফেয়ার মন্ত্রণালয় বৃহস্পতিবার জানান জাপানি নারীদের গড় আয়ু দাঁড়িয়েছে ৮৬.৮৩ বছর। জাপানি পুরুষদের গড় আয়ু ৮০.৫ বছর। পুরুষ ও নারীর উভয় ক্ষেত্রেই আগের বছরের চেয়ে গড় আয়ু বেড়ে গেছে যথাক্রমে ০.২২ এবং ০.২৯ শতাংশ হারে। লিঙ্গ ব্যবধানের গড় আগের বছরের চেয়ে কমেছে ০.০৭ শতাংশ। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন জাপানিরা বেশি দিন বাঁচার পেছনে কারণ গুলো হলো ক্যান্সার, হৃদরোগ এবং নিউমোনিয়ার চিকিৎসায় ব্যাপক উন্নতি। এসব রোগে আক্রান্ত হয়েই বেশির ভাগ মানুষ মৃত্যুবরণ করে থাকেন।