Archive for August 3rd, 2015

লতিফের এমপি পদ বাতিলে ইসিকে আ’লীগের অনুরোধ

আমেরিকার নিউইয়র্কের জ্যাকসনে দেয়া নিজের ধর্ম অবমাননাকর বক্তব্যকে একজন জনপ্রতিনিধি হিসেবে দিয়েছেন উল্লেখ করে ওই বক্তব্যের কারণে দল থেকে বহিষ্কারের এখতিয়ার বাংলাদেশ আওয়ামী লীগের নেই বলে দাবি করেছেন দল সংসদ সদস্য লতিফ সিদ্দিকী। গতকাল নির্বাচন কমিশনের (ইসি) দেয়া এক চিঠির জবাবে তিনি এই দাবি করেন। একই সাথে আওয়ামী লীগের সিদ্ধান্ত বাস্তবসম্মত না হওয়ায় সিইসিকে দেয়া স্পিকারের চিঠি আমলে না নিয়ে তা ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি। অন্যদিকে দলের প্রাথমিক সদস্য পদ না থাকায় সংসদ সদস্য থাকার অধিকার নেই বলে জানিয়েছে আওয়ামী লীগ। গতকাল দুপুরে একই চিঠির জবাবে দল হিসাবে আওয়ামী লীগের পক্ষ থেকে বহিষ্কার ও বহিষ্কার-পরবর্তী সাংবিধানিক অবস্থান জানানো হয়। এসময় টাঙ্গাইল-৪ আসনকে শূন্য ঘোষণা করতে ইসিকে অনুরোধও জানিয়েছে দলটি। আর ইসি সচিব সিরাজুল ইসলাম জানিয়েছেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছিলাম তারা নিজেদের অবস্থান ব্যাখা করেছে। এখন পূর্ব নজির অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দলের পক্ষে উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস ইসির চিঠির লিখিত জবাব জমা দেন। পরে তিনি সাংবাদিকদের জানান, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ আর গণপ্রতিনিধিত্ব ৭২ এর ১২(১) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীকে কোনো নির্বাচিত রাজনৈতিক দলের বা একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্দিষ্ট করা হয়। লতিফ সিদ্দিকী উক্ত ধারা ও অনুচ্ছেদ অনুসারে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যেহেতু আওয়ামী লীগের গঠনতন্ত্রের ধারা মতে, দলের সকল পদ ও  প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কৃত হয়েছেন এবং তিনি আওয়ামী লীগের কেউ নন তাই জাতীয় সংসদের পদে থাকার আইনগত অধিকার হারিয়েছেন।তিনি আরো জানান, যেহেতু তিনি (লতিফ সিদ্দিকী) দলের কেউ নন, প্রাথমিক সদস্য পদও নেই এ কারণে ৬৬(৪) ধারা ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুসারে লতিফ সিদ্দিকীর টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য পদ বাতিলে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ।গত ১৩ জুলাই দল ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সিইসিকে চিঠি দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এরপর গত ১৬ জুলাই লতিফ সিদ্দিকীর বিষয়ে ব্যাখ্যা চেয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও লতিফ সিদ্দিকীর কাছে চিঠি পাঠানো হয়।এর আগে দুপুর সাড়ে বারোটার দিকে ব্যক্তিগত সহকারীর মাধ্যমে চিঠির লিখিত জবাব দেন লতিফ সিদ্দিকী। তিনি বলেন, আমেরিকার নিউইয়র্কে যে বক্তব্যের কারণে আওয়ামী লীগ তাকে দল থেকে বহিষ্কার করেছে, তা সম্পূর্ণ বেআইনি। ইসিতে পাঠানো চিঠিতে লতিফ সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে কূটনৈতিক সফরকালে গত বছরের ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কে বসবাসরত টাঙ্গাইলের অধিবাসীদের সঙ্গে আলাপকালে আমার বিরুদ্ধে ধর্ম অবমাননার যে কষ্টকল্পিত, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে, তা আলোচনার স্বার্থে যদি ধরে নেওয়া হয় আমি ওই বক্তব্য দিয়েছি, তাহলে আওয়ামী লীগ থেকে সদস্যপদ বাতিল করার এখতিয়ার দলের কেন্দ্রীয় সংসদের নেই। কেননা, আমি বাংলাদেশ সরকারের তথা জনগণের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছি […]

মধ্য জাপানের তাপমাত্রা ৩৯.৯ ডিগ্রি স্পর্শ করলো

জাপান জুড়ে প্রচন্ড তপ্ত আবহাওয়া অব্যাহত রয়েছে। প্রচন্ড গরম রোববারও অব্যাহত থাকে। শনিবার গিফু প্রিফেকচাররের তাজিমি’র তাপমাত্রা গিয়ে দাঁড়ায় ৩৯.৯ ডিগ্রি সেলসিয়েস। দিনটি ছিলো এ বছর জাপানের সর্বোচ্চ তাপমাত্রার দিন বিকেল ৩টা ২০ মিনিটে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এ ছাড়া গুনমা প্রিফেকচারের তাতেবাইয়াশি’তে তাপমাত্রা ছিলো বিকেল ৪টায় ৩৯.৪ ডিগ্রি, কিয়োতো ৩৮.৫ ডিগ্রি। মধ্য জাপানের নাগোয়া’তে তাপমাত্রা ছিলো ৩৮.৪ ডিগ্রি সেন্টিগ্রেড এবং টোকিও’র চিওদা ওয়ার্ডের কিতানো মারু পার্কে। রোববার বিকেল ৩টা পর্যন্ত ৯২৮টি পর্যবেক্ষণ কেদ্রের মধ্যে ২১৫টি পর্যবেক্ষণ পয়েন্টে তাপমাত্রা ৩৫ ডিগ্রির বেশি ছিলো -যা মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। ৬৭৩টি স্থানে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেঃ স্পর্শ করে।