Archive for August 18th, 2015

সাইবার অপরাধ দমনে ইউরোপোলের সাথে ফায়ারআই

আগে থেকেই সাইবার অপরাধ শনাক্ত করার মাধ্যমে সাইবার অপরাধ দমন করে ইউরোপের অধিবাসীকে সাইবার অপরাধের থাবা থেকে মুক্ত রাখার প্রত্যয় নিয়ে একযোগে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে ইউরোপিয় আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল এবং সাইবার ফরেনসিক প্রতিষ্ঠান ফায়ারআই। গতকাল এই বিষয়ে ইউরোপোলের ইউরোপিয়ান সাইবারক্রাইম সেন্টার (ইসিথ্রি) এবং ফায়ারআইয়ের মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছে উভয় প্রতিষ্ঠান। এই সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান সাইবার অপরাধ বিষয়ে নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা নিজেদের মধ্যে শেয়ার করবে। পাশাপাশি সাইবার অপরাধকে আগে থেকেই শনাক্ত করার ব্যবস্থাও গ্রহণ করবে তারা। তাছাড়া সাইবার অপরাধের চলমান প্রবণতাগুলোকেও একযোগে বিশ্লেষণ করবে এই দুই প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে ইউরোপোলের ডেপুটি ডিরেক্টর অব অপারেশন উইল ফন গেমার্ট জানান, সাইবার অপরাধের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তথ্যপ্রযুক্তি শিল্পের বিশেষজ্ঞ প্রতিষ্ঠানগুলোর সাথে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে। তিনি জানান, আইন প্রয়োগকারী সংস্থাগুলোতে সাইবার অপরাধ বিষয়ক দক্ষ ও বিশেষজ্ঞ ব্যক্তির অভাব রয়েছে। এ ক্ষেত্রে সাইবার অপরাধ বিষয়ক বিশেষজ্ঞ প্রতিষ্ঠানগুলোর দক্ষ জনবলকে কাজে লাগানোই হতে পারে উপযুক্ত সমাধান। এ কারণেই ফায়ারআইয়ের সাথে যৌথভাবে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে ইউরোপোল। তিনি জানান, ইসিথ্রির মূল ফোকাসের জায়গায় থাকবে বিভিন্ন সংগঠিত দল ও গোষ্ঠী পরিচালিত বিভিন্ন সাইবার অপরাধ, নানা ধরনের অনলাইন প্রতারণা, শিশু পর্নোগ্রাফির মতো অনলাইন অপরাধ, ব্যক্তিগত কম্পিউটার থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যবহূত কম্পিউটারের তথ্য হাতিয়ে নেওয়ার উপযোগী সাইবার অপরাধ প্রভৃতি। এসকল সাইবার অপরাধ শনাক্ত করে এন্টারপ্রাইজ পর্যায় পর্যন্ত রিয়েল-টাইমে সাইবার সুরক্ষা প্রদানের সেবা প্রদান করবে ফায়ারআই। অন্যভাবে বিবেচনা করলে, সাইবার অপরাধ এবং অপরাধীদের শনাক্ত করার কারিগরি দিকগুলো নিয়ে ফায়ারআই কাজ করবে আর সাইবার অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার দায়িত্ব পালন করবে ইউরোপোল। এ প্রসঙ্গে ফায়ারআইয়ের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের প্রেসিডেন্ট রিচার্ড টার্নার জানান, সাইবার অপরাধের চিত্র প্রতিনিয়তই বদলে যাচ্ছে। এতে করে সাইবার অপরাধীদের ঠেকানোর জন্য এর সুরক্ষায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে এক ধাপ এগিয়ে থাকতে হয় সবসময়। ইউরোপোলের সাথে কাজ করার সুযোগ তৈরি হওয়ায় এখন ফায়ারআই যেকোনো ধরনের সাইবার আক্রমণের ক্ষেত্রে তাত্ক্ষণিক সেবা প্রদানে সচেষ্ট থাকবে বলে জানান তিনি।

বুধবার মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করছে জাপানি রকেট

জাপানের মহাকাশ সংস্থা জানিয়েছে নভোযান কোউনোতোরি-৫ বুধবার উৎক্ষেপণের প্রস্তুতি নেয়া হচ্ছে। মানুষবিহীন মালবাহী যানটি ৫ টন সরবরাহ নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবী পৃষ্ঠের ৪০০ কিলোমিটার উপর দিয়ে প্রদক্ষিণ করছে। সরবরাহের মধ্যে রয়েছে খাবার ও বিভিন্ন ধরনের পরীক্ষার সরঞ্জাম। আবহাওয়ার কারণে এ সপ্তাহে উৎক্ষেপণ পরিকল্পনা দু’দফা বাতিল করা হয়। জাপান অ‌্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি -জেএএক্সএ এবং মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ এখন নতুন করে উৎক্ষেপণের সময় বুধবার রাত ৮টা ৫০ মিনিট ৪৯ সেকেন্ড ধার্য্য করেছে। গত অক্টোবর থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সামান্য পরিমাণে সরবরাহ পেয়েছে কারণ এই সময়ের মধ্যে মার্কিন ও রাশিয়ান মালবাহী নভোযান গুলো ক্রমগত সমস্যার মুখে পড়েছে। সরবরাহ গুলোর মধ্যে কোউনোতোরি-৫ এমন কিছু আইটেম নিয়ে যাচ্ছে যেগুলো মার্কিন নভোযানের নেয়ার কথা ছিলো।