Archive for August, 2015

ইউরোপের সর্বোচ্চ পর্বতে বাংলাদেশি শাহরিয়ার

ইউরোপের সর্বোচ্চ পর্বতের চূড়ায় উঠলেন বাংলাদেশি আরোহী কাজী শাহরিয়ার রহমান ওরফে সুজন। রাশিয়ায় অবস্থিত ইউরোপের সর্বোচ্চ ৫৬৪২ মিটার অথবা ১৮৫১০ ফুট পর্বত এলব্রুস আরোহণ করেন তিনি। প্রথম বাংলাদেশি-আমেরিকান এবং পঞ্চম বাংলাদেশি হিসেবে এলব্রুস বিজয় করেন শাহরিয়ার। তিনি ও তার দল অত্যন্ত বিরূপ আবহাওয়ার মধ্যে এই ক্লাইম্ব সম্পন্ন করেন। শাহরিয়ার প্রায় ১০ মিনিট সামিটে অবস্থান করেন এবং বাংলাদেশ ও আমেরিকার পতাকা উড়ান। এই এক্সপেডিশানে সহায়তা করেন রাশিয়ান মাউন্টেরিয়ারিং কোম্পানি সেভেন সাম্মিটস ক্লাব এবং সেভেন সাম্মিটস ক্লাবের অভিজ্ঞ মাউন্টেন গাইড ভ্লাদিমির কোটল্যার। পর্বতারোহণ শাহরিয়ারের নেশা। ইতোপূর্বে তিনি আফ্রিকার কিলিমাঞ্জারো, আমেরিকার রেইনিয়ার, শাস্তা, গ্রেয়স পিক, টরেয়স পিক, বিয়ারসডাত, লংস পীক, হাফ ডোম, হুইটনি এবং মেক্সিকোর লা মালিনছে, পিকো দে ওরিজাবা পর্বতারোহণ করেছেন। পেশাগত জীবনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শাহরিয়ার ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ক্যাডেন্স ডিজাইন সিস্টেমস-এ কর্মরত। তিনি কানাডা প্রবাসী কবি ইকবাল হাসানের মেয়ের জামাই।

তাইফুন গোনি রোববার জাপানে আঘাত হানছে

অত্যন্ত শক্তিশালী মৌসুমের ১৫নং তাইফুন গোনি রোববার ওকিনাওয়া’তে আঘাত হানা শুরু করবে। আবহাওয়া বিভাগ জানিয়েছে শনিবার বিকেলের পর থেকেই এর প্রভাব জাপানের দক্ষিণের প্রিফেকচারের উপর দেখা যায়। সমুদ্র এ সময় উত্তাল ছিলো। এর সাথে যোগ হয়েছে মৌসুমের ১৬ নং তাইফুন আৎসুমি। আবহাওয়া বিভাগ জানিয়েছে ১৫নং তাইফুনটি ঘন্টায় ১০ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছিলো। তাইফুন কেন্দ্রে বাতাসের চাপ ৯৪৫ হেক্টোপ্যাসকেল। তাইফুন কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় ১৬২ কিলোমিটার। কেন্দ্র থেকে ১৩০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের গতি ঘন্টায় ২১৬ কিলোমিটার। তাইফুনটি উত্তরমুখী হয়ে অগ্রসর হয়ে রোববার ওকিনাওয়া উপদ্বীপে পৌঁছুবে, এরপর কাগোশিমা প্রিফেকচারের দিকে এগিয়ে যাবে ফলে পথে থাকা কিউশুর উপরও ঝুঁকি রয়েছে। অপর দিকে ১৬নং তাইফুন আৎসুমি শনিবার বিকেল ৩টায় ঘন্টায় ১০ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছিলো। এই তাইফুনটিতে বাতাসের চাপ ৯৫০ হেক্টোপ্যাসকেল। তাইফুন কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৪৪ কিলোমিটার। দমকা বাতাসের গতিবেগ ২১৬ কিলোমিটার। তবে ধারণা করা হচ্ছে ১৬নং তাইফুনটি ওগাসাওয়ারা দ্বীপ থেকে ধীরে ধীরে উত্তরে সরে যাবে। রোববার তাইফুনটির প্রভাবে কানতো অঞ্চলে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।

হিমালয়ের চূড়ায় চট্টগ্রামের চার তরুণ

হিমালয়ের ২০ হাজার ফুট উচ্চতার একটি পর্বত জয় করেছেন চট্টগ্রামের চার তরুণ। এরা হলেন দেবাশিষ বল, সিহাবউদ্দিন রিয়াদ, সাখাওয়াত হোসেন ইসতি ও রাশিক হাফিজ। উদ্যমী এই তরুণ দল চট্টগ্রামে ভার্টিক্যাল ড্রিমার্স নামে পর্বতারোহীদের একটি ক্লাবের সদস্য। গত ২৯ জুলাই সকাল ৯টা ৪০ মিনিটে হিমালয়ের ২০ হাজার ফুট উচ্চতায় মাউন্ট চেমায় বাংলাদেশের পতাকা ওড়ান এই চার অভিযাত্রী। ওই পর্বতচূড়ায় কোনো বাংলাদেশির এটাই প্রথম আরোহণ, এমনটাই দাবি করেছেন দলনেতা দেবাশিষ বল। পর্বত অভিযানের জন্য জুলাই মাসের মাঝামাঝি ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাবের সদস্যরা বাংলাদেশ থেকে রওয়ানা দেন। ভারতের হিমাচল প্রদেশের পর্বতাঞ্চলে পৌঁছে ৪ দিনের ট্রেকিংশেষে দলটি ৪ হাজার ৯০০ মিটার উচ্চতায়  বেস ক্যাম্প স্থাপন করে। বেস ক্যাম্পে কয়েকদিনের অভিযোজন প্রক্রিয়া বা অধিক উচ্চতার সাথে খাপ খাইয়ে নেয়ার প্রক্রিয়াশেষে দলটি পর্বতের ওপরের দিকে রওয়ানা দেয়। অভিযাত্রীরা ক্রমান্বয়ে ক্যাম্প ওয়ান ও ক্যাম্প টু স্থাপন করে। জুলাইয়ের ২৯ তারিখ সকাল ৯টা ৪০ মিনিটে তারা চূড়ায় আরোহণ করেন। মাউন্ট চেমার ২০ হাজার ২৪ ফুট উচ্চতার চূড়ায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা তুলে ধরেন চার তরুণ পর্বতারোহী।  ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাবের সদস্যরা ইতিমধ্যে হিমালয় পর্বতমালায় তিনটি অভিযান পরিচালনা করেছেন। তবে এটিই তাদের প্রথম বড় সাফল্য। দেবাশিষ বল বলেন, চট্টগ্রাম পাহাড় বেষ্টিত জেলা হলেও এখানকার তরুণদের মাউন্টেনিয়ারিং বিষয়ে আগ্রহ তেমন একটা নেই। একে জনপ্রিয় করতে হলে সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন।

খালেদা জিয়ার ৭০ তম জন্মবার্ষিকী উদযাপন জাপান বিএনপি

গত রবিবার ১৬ই আগস্ট টোকিওর হিগাশি জুজো কাইকানে এ জাপান শাখা বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটে। দলের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে কেক কাটার সময় উপস্থিত ছিলেন জাপান বিএনপির সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম রেজা, উপদেষ্টা কাজী এনামুল হক, সহ সভাপতি আলমগীর হোসেন মিঠু, এমদাদ মনি যুগ্ন সম্পাদক,দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, দফতর সম্পাদক ফয়সাল সালাউদ্দিন, সহ- সাংগঠনিক সম্পাদক নুর খান রনি, বিএনপি নেতা জসিম উদ্দিন,জাকির হোসেন মাসুম, জাফরুল ইসলাম যুবদলের সাধারন সম্পাদক তৌহিদুল আলাম (রিপন), ছাত্রদলের সভাপতি কাজী সাদেকুল হায়দার (বাবলু), যুগ্ন-সম্পাদক রাজিব জামান, সাংগঠনিক সম্পাদক,কাওসার খান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়ার সহ-সভাপতি রবিউল আলাম সাব্বির, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান জনি, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ দফতর সম্পাদক আপন মিয়া, আহসান ভুইয়া, আহসান রাজীব, শিহাব প্রমুখ।

সাইবার অপরাধ দমনে ইউরোপোলের সাথে ফায়ারআই

আগে থেকেই সাইবার অপরাধ শনাক্ত করার মাধ্যমে সাইবার অপরাধ দমন করে ইউরোপের অধিবাসীকে সাইবার অপরাধের থাবা থেকে মুক্ত রাখার প্রত্যয় নিয়ে একযোগে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে ইউরোপিয় আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল এবং সাইবার ফরেনসিক প্রতিষ্ঠান ফায়ারআই। গতকাল এই বিষয়ে ইউরোপোলের ইউরোপিয়ান সাইবারক্রাইম সেন্টার (ইসিথ্রি) এবং ফায়ারআইয়ের মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছে উভয় প্রতিষ্ঠান। এই সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান সাইবার অপরাধ বিষয়ে নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা নিজেদের মধ্যে শেয়ার করবে। পাশাপাশি সাইবার অপরাধকে আগে থেকেই শনাক্ত করার ব্যবস্থাও গ্রহণ করবে তারা। তাছাড়া সাইবার অপরাধের চলমান প্রবণতাগুলোকেও একযোগে বিশ্লেষণ করবে এই দুই প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে ইউরোপোলের ডেপুটি ডিরেক্টর অব অপারেশন উইল ফন গেমার্ট জানান, সাইবার অপরাধের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তথ্যপ্রযুক্তি শিল্পের বিশেষজ্ঞ প্রতিষ্ঠানগুলোর সাথে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে। তিনি জানান, আইন প্রয়োগকারী সংস্থাগুলোতে সাইবার অপরাধ বিষয়ক দক্ষ ও বিশেষজ্ঞ ব্যক্তির অভাব রয়েছে। এ ক্ষেত্রে সাইবার অপরাধ বিষয়ক বিশেষজ্ঞ প্রতিষ্ঠানগুলোর দক্ষ জনবলকে কাজে লাগানোই হতে পারে উপযুক্ত সমাধান। এ কারণেই ফায়ারআইয়ের সাথে যৌথভাবে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে ইউরোপোল। তিনি জানান, ইসিথ্রির মূল ফোকাসের জায়গায় থাকবে বিভিন্ন সংগঠিত দল ও গোষ্ঠী পরিচালিত বিভিন্ন সাইবার অপরাধ, নানা ধরনের অনলাইন প্রতারণা, শিশু পর্নোগ্রাফির মতো অনলাইন অপরাধ, ব্যক্তিগত কম্পিউটার থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যবহূত কম্পিউটারের তথ্য হাতিয়ে নেওয়ার উপযোগী সাইবার অপরাধ প্রভৃতি। এসকল সাইবার অপরাধ শনাক্ত করে এন্টারপ্রাইজ পর্যায় পর্যন্ত রিয়েল-টাইমে সাইবার সুরক্ষা প্রদানের সেবা প্রদান করবে ফায়ারআই। অন্যভাবে বিবেচনা করলে, সাইবার অপরাধ এবং অপরাধীদের শনাক্ত করার কারিগরি দিকগুলো নিয়ে ফায়ারআই কাজ করবে আর সাইবার অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার দায়িত্ব পালন করবে ইউরোপোল। এ প্রসঙ্গে ফায়ারআইয়ের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের প্রেসিডেন্ট রিচার্ড টার্নার জানান, সাইবার অপরাধের চিত্র প্রতিনিয়তই বদলে যাচ্ছে। এতে করে সাইবার অপরাধীদের ঠেকানোর জন্য এর সুরক্ষায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে এক ধাপ এগিয়ে থাকতে হয় সবসময়। ইউরোপোলের সাথে কাজ করার সুযোগ তৈরি হওয়ায় এখন ফায়ারআই যেকোনো ধরনের সাইবার আক্রমণের ক্ষেত্রে তাত্ক্ষণিক সেবা প্রদানে সচেষ্ট থাকবে বলে জানান তিনি।

বুধবার মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করছে জাপানি রকেট

জাপানের মহাকাশ সংস্থা জানিয়েছে নভোযান কোউনোতোরি-৫ বুধবার উৎক্ষেপণের প্রস্তুতি নেয়া হচ্ছে। মানুষবিহীন মালবাহী যানটি ৫ টন সরবরাহ নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবী পৃষ্ঠের ৪০০ কিলোমিটার উপর দিয়ে প্রদক্ষিণ করছে। সরবরাহের মধ্যে রয়েছে খাবার ও বিভিন্ন ধরনের পরীক্ষার সরঞ্জাম। আবহাওয়ার কারণে এ সপ্তাহে উৎক্ষেপণ পরিকল্পনা দু’দফা বাতিল করা হয়। জাপান অ‌্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি -জেএএক্সএ এবং মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ এখন নতুন করে উৎক্ষেপণের সময় বুধবার রাত ৮টা ৫০ মিনিট ৪৯ সেকেন্ড ধার্য্য করেছে। গত অক্টোবর থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সামান্য পরিমাণে সরবরাহ পেয়েছে কারণ এই সময়ের মধ্যে মার্কিন ও রাশিয়ান মালবাহী নভোযান গুলো ক্রমগত সমস্যার মুখে পড়েছে। সরবরাহ গুলোর মধ্যে কোউনোতোরি-৫ এমন কিছু আইটেম নিয়ে যাচ্ছে যেগুলো মার্কিন নভোযানের নেয়ার কথা ছিলো।

৪৪% আবে’র বক্তব্যকে সমর্থন করেছেনঃ মন্ত্রীসভার প্রতি জনসমর্থন বৃদ্ধি

জাপানের ৪৪.২ শতাংশ ভোটার এক জরিপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৭০তম বার্ষিকীতে প্রধানমন্ত্রী শিনজো আবে’র বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন। কিয়োদো নিউজ পরিচালিত এক জরিপে এ কথা জানা যায়। গত শুক্র ও শনিবার টেলিফোনে পরিচালিত জরিপে ৩৭ শতাংশ ভোটার বলেছেন তারা এটাকে ইতিবাচক মনে করছেন না। বিদেশে জাপানের সেলফ ডিফেন্স ফোর্সের কর্ম পরিসর বৃদ্ধিকে অনুমোদন করা বিতর্কিত জাতীয় নিরাপত্তা বিল সম্পর্কে ৬২.৪ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা চলতি ডায়েট সেশনেই বিলটির অনুমোদন পাওয়াকে সমর্থন করতে পারছেন না অপর দিকে ২৯.২ শতাংশ বিলটির সপক্ষে তাদের মতামত দিয়েছেন।

বিনম্র শ্রদ্ধায় জাপানে জাতীয় শোক দিবস পালিত

টোকিওতে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। সকাল ১০টায় রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন’র নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ ও মিডিয়া কর্মীদের সাথে নিয়ে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা আনুষ্ঠানিক ভাবে অর্ধনমিত করেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর পাঠানো বাণী পাঠ করে শোনান দূতাবাসের কর্মকর্তারা। বিশেষ মোনাজাতের মাধ্যমে এই পর্বের সমাপ্তি ঘটে। বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখার নেতৃবৃন্দ ও কর্মীরা এ সময় দূতাবাসে উপস্থিত ছিলেন। সকাল ১১টায় দূতাবাসের সম্মেলন কেন্দ্রে আমন্ত্রিত বাংলাদেশ প্রেমী কিছু জাপানি বিশিষ্ট ব্যক্তিত্ব ও সমবেত প্রবাসীদের নিয়ে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। সূচনাতে জাতীয় সংগীত পরিবেশনা ও জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। ১৫ই অগাষ্ট চক্রান্তকারীদের নৃশংসতায় নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সাথে নিহত পরিবারের অন্যান্য সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর জাপান সফরের উপর একটি দূর্লভ প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। সদ্যস্বাধীন বাংলাদেশের এই অবিসাংবাদিত জননেতাকে সে সময়ে জাপানিরা যে অভূতপূর্ব সম্মান দেখিয়েছিলেন তা দেখেই বোঝা যায় জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ভিত কত দৃঢ়। জাপানি ভাষায় অনুদিত বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থের মোড়ক উন্মচন করা হয়। বইটির অনুবাদক কাজুহিরো ওয়াতানাবে। গ্রন্থের প্রকাশক “আসাহি শোতেন” এর প্রধান নির্বাহী জনাব ওহাশি, নাগোয়ায় বাংলাদেশের অনারারি কনস্যুলার জেনারেল হিদেও ইগাওয়া, অধ্যাপক নাকামুরা প্রমুখ এই বই নিয়ে তাদের অনুভূতির কথা ব্যক্ত করেন। জাপানি অতিথিরা চমৎকার বাংলায় তাদের বক্তব্য দিয়ে সবাইকে চমকৃত করেন। প্রবাসীরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন তার সভাপতির বক্তব্যে অনুষ্ঠানে সকলের অংশগ্রহণের জন্যে কৃতজ্ঞতা জানান। এই শোক দিবসে প্রয়াত মহান নেতার অসমাপ্ত কাজ গুলোর কিছু অংশ যেন প্রবাসীদের দ্বারাও সম্ভব হয় সেই আবেদন জানান।

দীর্ঘদিন এন্টাসিড জাতীয় ওষুধ সেবন নয়

দীর্ঘদিন ধরে এন্টাসিড জাতীয় ওষুধ সেবন করলে ভিটামিন বি১২-এর অভাবজনিত সমস্যা হতে পারে। এসব স্বাস্থ্য সমস্যার মধ্যে থাকে রক্তশূন্যতা, স্নায়ুর সমস্যা এবং স্মৃতিভোলা সমস্যা বা ডিমেনশিয়া ইত্যাদি। আর যে সব এন্টাসিড জাতীয় ওষুধে এ ধরনের সমস্যা হয় তন্মধ্যে রয়েছে প্রটন-পাম্প-ইনহিবিটসর অথবা পিপিআই এবং হিস্টামিন-২ রিসিপ্টর এন্টাগনিস্ট (প্রিভাসিড, প্রিলোসেক, নেক্সাম)।   দ্য জার্নাল অব দ্য আমেরিকান মেডিক্যাল এসোসিয়েশন এ তথ্য প্রকাশ করেছে। তবে বিশেষজ্ঞগণ বলছেন, এন্টাসিড জাতীয় ওষুধ দু’বছর অথবা এর চেয়ে বেশি সময় ধরে সেবন করলে ভিটামিন বি১২-এর অভাব জনিত সমস্যা হতে পারে।   গবেষকগণ বলছেন, পিপিআই (এন্টাসিড) সেবনে ভিটামিন বি১২ অভাব স্বাভাবিকের চেয়ে শতকরা ৬৫ ভাগ বেশি হয়। এই নতুন গবেষণা রিপোর্টের আলোকে বিশেষজ্ঞগণ রোগীদের দীর্ঘ মেয়াদী এন্টাসিড-এর ব্যবস্থাপত্র দিতে সতর্ক হবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া চিকিত্সকের পরামর্শ ব্যতীত দীর্ঘ দিন ধরে এন্টাসিড জাতীয় ওষুধ সেবন করা উচিত নয় বলেও অভিমত দিয়েছেন গবেষকগণ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৭০তম বার্ষিকীঃ আবে’র বক্তৃতার খসড়ায় “ক্ষমা প্রার্থনা” অন্তর্ভুক্ত

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে চলতি সপ্তাহের শেষে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র বক্তৃতার প্রতি সকলের সাগ্রহ নজর রয়েছে। শুক্রবার আবে যুদ্ধের প্রতিফলনে একটি বিবৃতি প্রদান করবেন। জানা গেছে, বিবৃতির খসড়ায় আবে “ক্ষমা প্রার্থনা” এবং “আগ্রাসন” শব্দ গুলো অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছেন। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জাপানের অতীতের অবস্থানই বজায় থাকবে। খসড়াটি নিয়ে আবে তার নিজ দল ও শরিক দল কোমেইতো’র সাথেও আলোচনা করছেন। শুক্রবার মন্ত্রীসভা গ্রহণ করার আগে সেখানে সামান্য কিছু পরিবর্তনও আনা হতে পারে। সূত্র গুলো জানিয়েছে খসড়া প্রস্তাবে “ক্ষমা প্রার্থনা” এবং “আগ্রাসন” ছাড়াও থাকছে “গভীর অনুতাপ” এবং “ঔপনিবেশিক শাসন” শব্দ গুলো। ১৯৯৫ সালে সাবেক প্রধানমন্ত্রী তোমিইচি মুরাইয়ামা এবং এক দশক পরে জুনিচিরো কোইজুমি এসব শব্দ গুলোই ব্যবহার করেছিলেন। আবে অতীতের অভিজ্ঞতা থেকে ভবিষ্যতে জাপান আর কোনো যুদ্ধ শুরু করবে না -এমন অঙ্গীকারও ব্যক্ত করবেন। পর্যবেক্ষকরা মনে করছেন, আবে তার পছন্দের শব্দ নিয়ে বিতর্ক এড়াতে চাইছেন এবং যুদ্ধ নিয়ে তার প্রকৃত বার্তা পৌঁছে দিতে চাইছেন।